নবাব এন্টারপ্রাইজ-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার বা পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের সেবা গ্রহণের আগে ভালোভাবে পড়ে নিন।

🔹 সাধারণ শর্ত

● নবাব এন্টারপ্রাইজ মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক আইটেম, লাইফস্টাইল গ্যাজেটসহ বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে।

● আমাদের ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনার বয়স অন্তত 18 বছর, অথবা আপনার অভিভাবকের অনুমতি রয়েছে।

● আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করি।

🔹 অর্ডার ও পেমেন্ট

● ওয়েবসাইটে করা প্রতিটি অর্ডার স্টক ও অনুমোদনের উপর নির্ভরশীল।

● আমরা ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ এবং অন্যান্য নিরাপদ মাধ্যম এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি।

● আমরা কোনো অবস্থায় গ্রাহকের PIN/পাসওয়ার্ড সংগ্রহ বা সংরক্ষণ করি না।

🔹 মূল্য ও প্রাপ্যতা

● প্রতিটি পণ্যের মূল্য ওয়েবসাইটে উল্লেখ করা থাকে এবং তা পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে।

● কোনো পণ্য স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল বা বিলম্বিত করার অধিকার আমাদের রয়েছে। এ ক্ষেত্রে গ্রাহককে জানানো হবে।

🔹 ডেলিভারি

● আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রদান করি।

● ডেলিভারির সময়সীমা আপনার অবস্থান ও পণ্যের প্রাপ্যতার উপর নির্ভরশীল।

● ডেলিভারি চার্জ (যদি প্রযোজ্য হয়) অর্ডার কনফার্ম করার সময় জানিয়ে দেওয়া হবে।

🔹 রিটার্ন ও রিপ্লেসমেন্ট

● শুধুমাত্র ডিফেক্টিভ, ড্যামেজড বা ভুল পণ্য ডেলিভারি হলে রিটার্ন/রিপ্লেসমেন্ট করা যাবে।

● প্রাপ্তির ৩ দিনের মধ্যে রিটার্ন/রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে।

● পণ্য অবশ্যই ব্যবহার না করা, আসল প্যাকেজিংসহ এবং ক্রয়ের প্রমাণসহ ফেরত দিতে হবে।

🔹 ওয়ারেন্টি

● কিছু ইলেকট্রনিক পণ্য সীমিত ওয়ারেন্টি সহ আসতে পারে, যা পণ্যের পেজে উল্লেখ থাকবে।

● ভুল ব্যবহারের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

🔹 দায়সীমা

● নবাব এন্টারপ্রাইজ কোনো প্রকার পরোক্ষ, আকস্মিক বা ফলশ্রুতিজনিত ক্ষতির জন্য দায়ী থাকবে না।

● গ্রাহক নিজ দায়িত্বে মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিকস ও অন্যান্য গ্যাজেট ব্যবহার করবেন।

🔹 মেধাস্বত্ব

● ওয়েবসাইটের সকল কনটেন্ট, লোগো, প্রোডাক্ট ইমেজ এবং অন্যান্য উপকরণ Nobab Enterprise-এর সম্পত্তি। অনুমতি ছাড়া কপি বা ব্যবহার করা যাবে না।

🔹 যোগাযোগ 

যদি আমাদের শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে যোগাযোগ করুন:
📧 Email:nobabenterprise2@gmail.com
📞 Phone: +8801601111707